আগৈলঝাড়ায় মাদক সেবনে বাধা দেয়ায় একজনকে দু দফা মারধর

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাধা দেয়ায় একজনকে দু-দফা মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের বখাটে শফিকুল হাওলাদার ও রফিকুল হাওলাদার রোববার রাতে বাড়ির পাশে বসে মাদকদ্রব্য সেবনের সময় বাধা দেয় একই এলাকার হালিম হাওলাদারের ছেলে আবুল হাসান। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় মাদকসেবনকারীরা হাসানাকে মারধর করে। পরবর্তীতে গতকাল সোমবার সকালে হাসান বাড়ির পাশে চায়ের দোকানে গেলে ওই মাদক সেবনকারী শফিকুল, রফিকুলসহ ৪জনে হাসানকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসানকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় হাসানের পিতা হালিম হাওলাদার বাদী হয়ে সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ মাদক সেবনকারীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে।