ঝিনাইদহ জনহিতৈষী সংগঠন কল্যাণের রজত জয়ন্তী উদযাপিত !

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা স্কুল মাঠে শনিবার সকালে জনহিতৈষী সংগঠন কল্যাণের রজত জয়ন্তী উদযাপিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ময়েনউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, কল্যাণের সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, সাবেক যুগ্ম সচিব প্রভাত কুমার দাস, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক আনোয়ারুল ইসলাম মন্টু, অধ্যাপক চন্ডিপদ সাহাসহ সংগঠনের শতাধিক সদস্য।
উল্লেখ্য, ১৯৮৪ সালে কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল রায়গ্রাম, নিয়ামতপুর ও মালিয়াট ইউনিয়নে শিক্ষার উন্নয়নে গ্রাজুয়েটদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। দীর্ঘ পথচলায় সংগঠনটি কয়েক’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থসহায়তা দিয়ে শিক্ষাজীবন মসৃণ ও সুন্দর করতে ভূমিকা রেখেছে। বর্তমানে সংগঠনটির প্রায় ৩০০ সদস্য নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।