যেভাবে ‘জঙ্গিরা’ ভাড়া নিয়েছিল সূর্যভিলা

নিজস্ব প্রতিবেদক:
গত সেপ্টেম্বরের শুরুর দিকে অনলাইনে পণ্য ব্যবসায়ী পরিচয়ে রাজধানীর দক্ষিণখানের আশকোনার ‘সূর্যভিলা’ নামের তিন তলা ভবনের নিচ তলা ভাড়া নিয়েছিলেন ইমতিয়াজ আহমেদ নামের এক ব্যক্তি।
শনিবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে ওই ভবন ঘিরে অভিযানে নামে পুলিশ। সেখান থেকেই সকালে বের হয়ে এসে আত্মসমর্পণ করে ‘চার জঙ্গি’। ভেতরে এখনও তিন জঙ্গি সশস্ত্র অবস্থায় অবস্থান করছে বলে পুলিশ জানিয়েছে।
ওই ভবনের মালিক জামাল হোসেন কুয়েত প্রবাসী। তার মেয়ে জোনাকি রাসেল  জানিয়েছেন কিভাবে বাসাটি ভাড়া নিয়েছিল ‘জঙ্গিরা’।
তিনি জানান, গত ১ সেপ্টেম্বর অনলাইনে পণ্য ব্যবসায়ী পরিচয়ে স্ত্রী ও এক নবজাতককে নিয়ে বাসায় ওঠার জন্য জাতীয় পরিচয়পত্র দেন জামাল ইমতিয়াজ নামের এক ব্যক্তি। পরে ৩ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ওঠেন তিনি।
ভবন মালিকের মেয়ে জানান, বাসা থেকে ওই ব্যক্তি তেমন বের হতেন না। জিজ্ঞেস করলে তারা বলতেন- ছোট বাচ্চাকে রেখে তারা বাইরে যেতে চান না।
ইমতিয়াজ পরিচয়ধারী ব্যক্তি ভবন মালিকের মেয়েকে জানিয়েছিলেন, তাদের বোন ও মা এসে মাঝে মধ্যে বাসায় থাকবেন।
জোনাকি রাসেল জানান, অধিকাংশ সময়ই ওই বাসা ভেতর থেকে বন্ধ থাকতো।
ইমতিয়াজ ও অন্যদের পরিচয়পত্র পুলিশকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।