কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ফলে আগামী ২৮ ডিসেম্বর কুষ্টিয়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার নির্বাচন কমিশনের এই আদেশের কপি পেয়েছে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস।
কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম জানান, ‘নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি পেয়েছি।’ চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে কুষ্টিয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।’
তিনি আরও জানান, চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। পরবর্তী নির্দেশনা অনুসারে করণীয় ঠিক করা হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম এবং জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।