‘সুইসাইডাল ভেস্ট’ পরিহিত তিনজনকে জীবিত ধরতে চাই

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানার ভেতরে এখনও যে তিনজন সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছেন তারা ‘সুইসাইডাল ভেস্ট’ পরে আছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, ওই তিনজন কিছুতেই ধরা দিতে চাইছেন না। কিন্তু তাদেরকে জীবিত ধরতে চায় পুলিশ। তাদের আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।
আশকোনার ৫০ নম্বর বাড়ির নিচতলায় ওই আস্তানাকে ঘিরে গত রাত দুইটার দিকে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। এরপর সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন ডিএমপি কমিশনার।
কমিশনার জানান, গোপন সূত্রে তারা গত রাতে জানতে পারেন এই আস্তানার খবর। এরপর কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান শুরু করে। তিন তলার বাসাটি পুরোপুরি ঘেরাও করে। এই বাড়ির নিচতলায় সন্দেভাজন জঙ্গিদের আস্তানা রয়েছে। দোতলা ও তিন তলার বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তারা সন্দেহভাজন জঙ্গিদেরকে শুরু থেকেই আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন। তাদের সঙ্গে দফায় দফায় কথা চলাচালি হয়। এক পর্যায়ে ভেতরে সাতজন আছে বলে জানতে পারে পুলিশ। এর মধ্যে চারজন একটি পিস্তলসহ ধরা দিয়েছে। তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ কমিশনার জানান, ভেতরে থাকা আরও তিন জনের কাছে উচ্চক্ষমতার বিস্ফোরক ও অস্ত্র আছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। জানান, তারা ‘সুইসাইডাল ভেস্ট’ পড়ে আছে। কিছুতেই ধরা দিতে চাইছেন না। তারা তিন জঙ্গিকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করছেন। আমাদের উদ্দেশ্যে গ্রেপ্তারপূর্বক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। আরও জঙ্গিরা কোথায় আছে, সেগুলো অবগত হয়ে জঙ্গিবিরোধী অভিযান আরও জোরদার করা। যতক্ষণ পর্যন্ত বাধ্য না হই ততক্ষণ বল প্রয়োগ করার চেষ্টা করছি না।
এর আগে আশকোনায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার খবরে পর পরই ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপির একটি সূত্র জানিয়েছে, অভিযানের ব্যাপারে নীতিনির্ধারণী ও কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ডিএমপি কমিশনার। তার পরিদর্শন শেষেই নব্য জেএমবর আস্তানায় অভিযান শুরু হতে পারে।
আশকোনায় হাজিক্যাম্পের নিকটে তিনতলা একটি বাড়িতে অভিযান চালানোর জন্য শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।