শরীয়তপুরে আব্দুর রাজ্জাক স্মরণে ৩ দিনব্যাপী কর্মসূচি

শরীয়তপুর প্রতিনিধি:
আধুনিক শরীয়তপুরের রূপকার, শরীয়তপুর-৩ আসনের সাংসদ সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক এমপি, ৫ম মৃত্যুবার্ষিক উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলা আওয়ামীলীগের ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় গোসাইর হাট আওয়ামীলীগ কার্যলয়ে সামনে তার প্রতিছবিতে শুদ্ধাঞ্জলী জানিয়ে মাল্যদান, আলোকচিত্র প্রদর্শনী, বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, খতমে কোরআন তেলোয়া, মিলাত মাফিল,প্রতিটি ধর্মিয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা,আলোচনা সভা ও তবারক বিতরন। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোসাইর  হাট উপজেরা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের  সাধারন সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন,এসময় উপস্থিত ছিলেন গোসাইর হাট উপজেলায় আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজাহান সিকদার গোসাইর হাট উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল সহ আওমীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ডামুড্যা, ভেদরগঞ্জ, সদর পালং, জাজিরা, নাড়িয়া উপজেলায় মিলাত মাফিল, আলোচনা সভা আয়োজন করেন।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিন ডামুড্যায় ১৯৪২ সালের পহেলা আগস্ট জন্ম গ্রহণক রেন।তার বাবা ছিলেন আলহাজ্ব ইমামদ্দিন বেপারী,মাতা আকফাতুন নেছা। তিনি ১১সালের ২৩ ডিসেম্বর মূত্যু বরণ করেন।