নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে বিএনপির প্রাথী সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খানপুর কাজিপাড়া এলাকায় সাখাওয়াতের বাসায় যান আইভী।
এ সময় আইভীকে মিষ্টি মুখ করান সাখাওয়াতের স্ত্রী অ্যাডভোকেট শামীমা হোসেন।
আইভী গণমাধ্যম কর্মীদের বলেন,আমি কথা দিয়েছেন নির্বাচলে হারি বা জিতি; ভোটের পরদিন আমি সাখাওয়াতের বাসায় যাবো। আমি প্রতিশ্রুতি রেখেছি। তিনি আরও বলেন, আমি সাখাওয়াত সাহেবকে নিয়ে কাজ কেরতে চাই। সেলিনা হায়াৎ আইভীর সাথে তার ছোট ভাই রিপন ছিলেন। তবে তিনি বাসায় যাননি।
অপর দিকে সাখাওয়াত হোসেন খানের সাথে ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও আবু আল ইউসুফ খান।