আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মো. মাইদুল ইসলামের সমর্থনে (আনারস প্রতীক) আগৈলঝাড়ায় নির্বাচনী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মো. মাইদুল ইসলামকে বিজয়ী করতে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সালেহ লিটন, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর মোহম্মদ তালুকদার, মতিউর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ। সভায় ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। প্রসংগত, ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।