ইতালির মিলান কন্স্যুলেটে মহান বিজয় দিবস পালিত

জাকির হোসেন সুমন,  ইতালী  :
যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ৪৫ তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে । কনস্যুলেটের বিজয় দিবস অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, প্রবাসী নেতৃবৃন্দ এবং মিলানে অবস্থিত সকল শ্রেণী, পেশার প্রবাসী বাংলাদেশী নাগরিক। অনুষ্ঠানে মিলানস্থ ‘ Provincial Center of Education of Adults’ স্কুল এর শিক্ষক প্রফেসর জারলি এবং কয়েকজন বিদেশী শিক্ষার্থী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের প্রথম অংশে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে একমিনিট নীরবতা পালন, মোনাজাত ও বানী পাঠ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।  পররাষ্ট্র মন্ত্রী, প্রধাণ মন্ত্রী এবং রাস্ট্রপতির বাণী পাঠ করা হয়। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান এর কনসাল জেনারেল রেজিনা আহমেদ  এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস কনসাল নাফিজা মনসুর এবং কনসাল রফিকুল করিম। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর লেত্তেরিও জারলি।
received_1321200367911958অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফ্ফার,ইতালি আওয়ামী লীগ লোম্বারদিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি আ: মান্নান মালিথা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,প্রবীণ আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা,শেখ আলি আহমেদ,যুগ্ন সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন,বৃহত্তর সিলেট সমিতির সভাপতি জামিল আহমেদ,বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা চঞ্চল রহমান, কর্মজীবী লীগের সভাপতি আলমগীর হাং প্রমুখ।
কনসাল জেনারেল মিসেস রেজিনা আহমেদ উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন ‘’ আমাদের প্রিয় মাতৃভূমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে।‘’ তিনি এ যাত্রায় প্রবাসীদের সকলের সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রিত বিশেষ অতিথি প্রফেসর জারলি এবং উপস্থিত প্রবাসীগণ দিবসটি উপলক্ষে নিজেদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রথমবারের মত স্বাধীনতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Stop Genocide প্রদর্শিত হয়।