মোয়াজ্জেম হোসেন মজনু:
বাগেরহাটে রোটারী ক্লাব অপ সেন্টালের আয়োজনে শহরের অসহায় ও দু:স্থদের মাঝে ফ্রি ঔষধসহ বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাটে রোটারী ক্লাব অপ সেন্টালের আমলা পাড়া অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি শেখ মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারী এ্যাড: মুজিবুল হক এর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, ট্রেজারার শেখ আবুল বাশার ,শেখ ইখতেখার (সামস),ফারহানা বেগম,তাহছিন জিলানী,জাহিদ হাসান,মোল্লা আব্দুর রব, মো: কামরুল হাসান,মো: তাইফুর রহমান,মো: কামরুজ্জামান কুদ্দুস, মো: ওয়াদুদ হাসান জুয়েল,মো: আবু তৈয়াব,এ্যাড: মিজানুর রহমান রাজা,মিসেস রাবেয়া আক্তার,মো: আবু জাফর। সভাশেষে বিশিষ্ট রোটারীয়ান ডা: শেখ মুশফিকার সামস শহরের অসহায় ও দু:স্থদের মাঝে ফ্রি ঔষধসহ বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সভায় বক্তারা সমাজের অসহায় দু:স্থদের চিকিৎসা সেবা প্রদানসহ আর্ত্বমানবতার সেবায় সকল সদস্যদের কাজ করার জন্য উদাত্ত আহব্বান জানান। উক্ত অনুষ্ঠানে ক্লাবের,রোটারিয়ান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।