আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল সভাপতির অনুপস্থিতেতে বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিকের বিরুদ্ধে অবৈধভাবে প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগ বানিজ্যর অভিযোগে শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক, বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলের সিনিয়র শিক্ষক ও ম্যানেজিং কমিটির টিআর সদস্য প্রশান্ত কুমার জয়ধর। লিখিত অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগের জন্য চলতি বছরের ৮অক্টোবর স্কুল সভাপতি প্রভাত চন্দ্র হালদারের অনপুস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নারায়ন চন্দ্র ভক্তকে দিয়ে বরিশাল জেলা স্কুলে নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন। ওই পরীক্ষার পরে ম্যনেজিং কমিটি শিক্ষক নিয়োগ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পরায় বাতিল করা হয় ওই নিয়োগ পরীক্ষা। স্কুল সভাপতি প্রভাত চন্দ্র হালদার দীর্ঘ দিন মুমুর্ষ অবস্থায় থাকার সুযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক ম্যানেজিং কমিটিকে না জানিয়ে কমিটির দু’একজন সদস্যকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে অতি গোপনে পুনরায় একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করে তার পছন্দের লোক দিয়ে আবেদন করিয়ে ২ডিসেম্বর বরিশাল জেলা গার্লস স্কুলে নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন। অভিযোগ মতে, পুলিন বিহারী মল্লিক নিয়োগ বানিজ্যর মাধ্যমে লাভবান হয়ে ম্যানেজিং কমিটির লোকজনকে না জানিয়ে ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন চন্দ্র ভক্তকে দিয়ে প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক পদের নিয়োগপত্র প্রদান করেন। ১১ডিসেম্বর নিয়োগ প্রাপ্তরা স্কুলে যোগদান করলে নিয়োগ দূর্নীতির বিষয়টি সবার সামনে আসায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। সভাপতি ব্যতীত অন্য কেউ নিয়োগ পত্রে স্বাক্ষর করা, ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করার অভিযোগে ওই নিয়োগ বাতিল চেয়ে শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক, বরিশাল শিক্ষা বোর্ড, সহকারী জেলা প্রশাসক (শিক্ষা) জেলা শিক্ষা অফিসার, বরিশাল জেলা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে ১৪ডিসেম্বর লিখিত অভিযোগ প্রেরন করেছেন প্রশান্ত কুমার জয়ধর। স্কুল সভাপতি প্রভাত চন্দ্র হালদারের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক বলেন, নিয়োগ প্রক্রিয়া সঠিক ভাবে হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাত চন্দ্র হালদার অসুস্থ থাকার কারনে তার স্থানে নারায়ন চন্দ্র ভক্তকে প্রতিনিধি নিয়োগ সদস্য করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি ডিজি’র সাথে আলোচনা করে প্রক্রিয়া বৈধ হলে নিয়োগ বহাল থাকবে অন্যথায় বাতিল করা হবে।