ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর এ বিমানে ১০ জন সেনা কর্মকর্তা এবং তিনজন পাইলট ছিলেন। তারা সবাই মারা গেছেন।
ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর প্রধান অগাস সুপরিয়াতনা বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সকালে ঘটা এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে তিনি মনে করছেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। তথ্য: বিবিসি অনলাইন।