কে. এম. রুবেল, ফরিদপুর
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোটারী ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে শুক্রবার সকালে “মিনি ম্যারাথন দৌড়” প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর সভার মেয়র শেখ মাহ্তাব আলী মেথু।
দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় রোটারিয়ান প্রেসিডেন্ট এ্যাড: তুষার দত্ত ও ফাষ্ট লেডী সম্পা দাসের নেতিৃত্বে শহরের রাজবাড়ী রাস্তার মোড় হতে “মিনি ম্যারাথন দৌড়” শুরু হয়ে আলিমুজ্জামান ব্রীজ-জনতা ব্যাংকের মোড় হয়ে স্বাধীনতা চত্বর এসে শেষ হয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী সাকিব সেক, দ্বিতীয় স্থান অধিকারী সরকারী রাজেন্দ্র কলেজের দাদশ শ্রেনীর ছাত্র মো: শহিদুল ইসলাম ও তৃতীয় স্হান অধিকারী কানাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামের মো: বাবুল সেক। প্রতিযোগিতায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আইপিপি রোটারিয়ান ডা. এম এ জলিল, পিপি ওলিউর রহমান খান, পিপি রোটারিয়ান গোলাম নবী চৌধুরী, পিপি রোটারিয়ান এ্যাড. আলমগীর কবির ভুইয়া, ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ এনামুল হক, সেক্রেটারী রোটারিয়ান এ টি এম শাহজাহান কবির, ট্রেজারার রোটারিয়ান নাজমা আক্তার, মুক্তিযোদ্ধা রোটারিয়ান শামসুদ্দীন মোল্যা, রোটারিয়ান মনিরুল ইসলাম ফরহাদ, রোটারিয়ান আজমল হোসেন ফকির, রোটারিয়ান ডাঃ দীলিপ, রোটারিয়ান এ্যাডঃ অলকেশ রায়।