ঝিনাইদহ প্রতিনিধিঃ
মসুড় ক্ষেতে আগাছানাশক ওষুধ দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে কবির হোসেন বিশ্বাস নামে এক কৃষক পথে বসেছেন। তার ১০ একর জমির মসুড় ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হয়েছে। ক্ষেতের ফসল হারিয়ে কৃষক কবির দিশেহারা হয়ে পড়েছেন।
কবির হোসেন বিশ্বাস সাংবাদিককে বলেন, তিনি ধারদেনা করে ত্রিশ বিঘা জমিতে মুসড় আবাদ করেন। মসুড় বীজ বপনের আগে তিনি ক্ষেতে অটো ক্রপ কেয়ার কোম্পানীর আগাছানাশক পানিডা বিষ প্রয়োগ করেন। নির্ধারিত সময়ের আগে গাছের চারা না গজানোর কারণে তিনি মাটি খুড়ে দেখেন পানিডা বিষের কারণে মসুড় বীজ পচে গেছে।
তিনি আরো বলেন, কালীগঞ্জ শহরের থানা মার্কেট এলাকা থেকে তিনি তিন কার্টুন পানিডা বিষ কেনেন সাড়ে ৫ হাজার টাকা দিয়ে। তিনি অভিযোগ করেন অটো ক্রপ কেয়ার কোম্পানীর বিষ প্রয়োগ করার কারণে তার মসুড় ক্ষেত নষ্ট হয়েছে। এ জন্য তিনি কোম্পানীর কাছে ক্ষতি পুরণ দাবী করেন। এক সাথে এতো বিঘা জমির ক্ষেত নষ্ট হওয়ায় কৃষক কবির হোসেন বিশ্বাস পথে বসেছেন। তিনি এখন পাগলপ্রায়। ধারদেনা করে আবাদ করে কৃষখ কবীরের মাথায় হাত উঠেছে।
এ বিষয়ে কৃষক কবীর ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার ড. মনিরুজ্জামানের দারস্থ হয়েও কোন প্রতিকার পান বলে জানান। তবে কৃষি বিভাগের কিছুই করণীয় নেই বলে কবীরকে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।