সাভার প্রতিনিধি: মহান বিজয় দিবসে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানতে মানুষের ঢল নেমেছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ ত্যাগের পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছে।
শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তাদের শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
তাদের কারো হাতে ফুল। কারো হাতে পতাকা। কারো কারো মাথায় পতাকা বাঁধা। গালে আঁকা লাল-সবুজে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকার আল্পনা। লাইন দিয়ে সারিবদ্ধভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কেউ কেউ সেলফি তুলছে।
মুক্তিযুদ্ধে শহীদের শ্রদ্ধা জানানোর জন্য আগের দিন থেকে নানা প্রস্তুতি নিয়েছেন। খুব ভোরে এসেছেন। বাঙালি জাতির জন্য ১৬ ডিসেম্বর স্মরণীয় দিন। ৩০ লাখ শহীদের বিনিময়ে এ দিন কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পেরে নিজের অনেক ভালো লাগছে।
স্মৃতিসৌধের চারিদিক বিজয়ের সাজ। বিজয়ের উল্লাস। ধ্বনিত হচ্ছে বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষণ। যা বাঙালি জাতিকে নতুনভাবে জেগে ওঠার অনুপ্রেরণা দেয়। বাজছে দেশত্ববোধক গান। মাইকে গান শুনে তার সঙ্গে সুর মিলাচ্ছেন অনেকে।
শ্রদ্ধা জানতে আসা সবর্স্তরের মানুষ এই বিজয়ের দিনে সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, শুধু শীর্ষস্থানীয় কয়েকজনের বিচার করলে হবে না, সকল যুদ্ধাপরাধীর বিচার করতে হবে। দেশের বাইরে বা পলাতক যারা আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।