হাজির না হলে খালেদার জামিন বাতিল

আদালত প্রতিবেদক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবশিষ্ট আত্মপক্ষ শুনানি পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন।
এদিন পুরান ঢাকার বকশী বাজারস্থ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত অস্থায়ী ওই আদালতে তিনি হাজির না হওয়ায় সময় আবেদন করেন আইনজীবীরা। আবেদনে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার জমীর উদ্দিন সরকার মামলাটিতে সাক্ষ্য দেওয়া ৩২ সাক্ষির পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেন নাই।
অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আইনগতভাবে আবেদনটির  কোনো ভিত্তি নেই। তারা কোন আদেশ দাখিল করেননি। আসামিপক্ষের আইনজীবীরা মামলাটির বিচারকাজ ব্যাহত করছেন। তাই আবেদনে আমার আপত্তি রয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে প্রথমে আগামী রোববার হাজির হতে নির্দেশ দেন। ওইদিন রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা রয়েছে জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা ১৮ ডিসেম্বর তারিখ পেছানোর আবেদন করেন। এরপর বিচারক ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন। পরে তারা আবারো সময়ের আবেদন করলে আদালত আগামি ২২ডিসেম্বর দিন ঠিক করেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।