ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের পুর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ নামে এক র্যাব সদস্যের বাড়ীতে এবার অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।
(১৪ ডিসেম্বর) মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন, ভদ্রডাঙ্গা গ্রামের সাজ্জাদ উদ্দীন কুষ্টিয়া র্যাবে কর্মরত আছেন। তার পিতা মনির উদ্দিন ওই গ্রামের একজন মাতব্বর। গ্রামে সামাজিক বিরোধের জের ধরে র্যাব সদস্যের বাবা মনির হোসেনের এক সমর্থককে বেঢ়ড়ক মারধর করে একই গ্রামের রিন্টু ও আব্বাস।
এ ঘটনায় মনির উদ্দিন থানায় মামলা করলে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিল রিন্টু। এ ঘটনার জের ধরে গত দেড় মাস আগে ওই গ্রামে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। রিন্টু ও আব্বাসের সামাজিক দলের অত্যাচারে বাড়ী ছাড়া হতে হয় মনির উদ্দিন ও তার পরিবারের লোকজনের। ধারনা করা হচ্ছে সামাজিক বিরোধের জের ধরে র্যাব সদস্যের বাবা মনির উদ্দিনের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী এসে ১ ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে র্যাব সদস্য সাজ্জাদ হোসেনের মা অভিযোগ করেন, পুর্ব শুত্রুতার জের ধরে আব্বাস ও রিন্টু তার বাড়ীতে আগুন দিয়েছে। তিনি সুষ্ঠ বিচার দাবী করেন। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে অফিসার পাঠানো হয়। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।