ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা বাধায় আ.লীগ প্রার্থী জয়ী

কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. লোকমান হোসেন মৃধা বিনা প্রতিদ্বন্দিতায় রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে লোকমান হোসেন মৃধাকে নির্বাচিত ঘোষনা করেন জেলা রির্টানিং অফিসার। এদিকে সোমবার বিকেলে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে দুইটি পদে ৩৯জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। ২৮জন সাধারণ সদস্য ও ১১জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদপুল ইসলামসহ প্রার্থী ও তাদেও সমর্থকরা। সিনিয় জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী মো. শহিদুল ইসলাম চৌধুরী তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের সমর্থিত মো. লোকমান হোসেন মৃধাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে দণন জন ও সাধারণ সমস্য পদে তিন জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।