আগৈলঝাড়ায় গৈলা ইউপি চেয়ারম্যানের মহাত্মা গান্ধী স্বর্ণপদক লাভ

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ার জননন্দিত ৪নং গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী স্বর্ণপদক লাভ।

জানা গেছে, গত ২৯ আগস্ট জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর আয়োজনে ঢাকার মৈত্রী মিলয়াতন মুক্তি ভবনে বিশিষ্টজনদের উপস্থিতিতে সমাজ সেবায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য ৪নং গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনকে কাজী নজরুল ইসলাম পদক-২০১৬ প্রদান করা হয়। গত ২৩ নভেম্বর বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ৪নং গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনকে নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণপদক-২০১৬ প্রদান করা হয় এবং গত ১০ ডিসেম্বর ডিপ্রাইভড পিপল্স রাইটস প্রিজার্ভেশন সোসাইটির আয়োজনে ঢাকার সেগুন বাগিচা চাইনিজ রেষ্টুডেন্টে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনকে মহাত্মা গান্ধী স্বর্ণপদক-২০১৬ প্রদান করা হয়। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চেয়ারম্যান ৩টি পদক পাওয়ায় তাকে তার পরিষদের সদস্যগন অভিনন্দন জানিয়েছেন।