সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিকের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার দিবাগত রাতে রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলমকে গ্রেফতার করে র‌্যাব-৪।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর মেজর খুরশিদ জানান, ব্রিটিশ নাগরিক ডা. সুরাইয়া পারভীন পুরাতন ডিওএইচএস এলাকায় থাকেন। তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগদ অর্থ দাবি করে হাজি আলম নামে ওই ব্যক্তি। ডা. সুরাইয়া ভয়ে টাকা দিয়ে দেন।
পরে তিনি পুলিশ ও র‌্যাবে লিখিত অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে শাহআলীর দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলমকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।