কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আরেফসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়।আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।