কুষ্টিয়ায় নসিমন চালকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আরেফসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়।আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।