ধর্নাকারীদের ঠিকানা দেশে নয় বিদেশেই হবে : নাসিম

একাত্তরলাইভডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বিদেশির মন জয় করতে চায়, ধর্না দেয় তাদের ঠিকানা দেশের মানুষের কাছে হবে না। তাদের ঠিকানা বিদেশেই হবে।’রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক, অর্ভ্যথনা, মঞ্চ সাজসজ্জা ও খাদ্য উপকমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন নাসিম।সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মির্জা আজম, আব্দুল মতিন খসরু, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল হোসাইন, নুরুল মজিদ হুমায়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য চক্রান্তের বিরুদ্ধে মানুষকে আরো বেশি ঐক্যবদ্ধ করতে হবে।  তারা আজও বিদেশির কাছে বাংলাদেশের সুনামকে নষ্ট করতে চায়। আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায়। কেউ কোনোদিন বিদেশির কাছে গিয়ে দেশের সুনাম ছাড়া অন্যকিছু করে না। কিন্তু এরা (বিএনপি) দুর্নাম করে। এটাই হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চরিত্র।নাসিম বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রী সম্মান দিয়েছেন। কিন্তু সেখানে গায়ে পড়ে বৈঠকের সুযোগ নিয়ে খালেদা জিয়া গীবত গিয়ে আসল চীনের প্রেসিডেন্টের কাছে। এটা দুঃখজনক ও দুভার্গ্যজনক।তিনি আরো বলেন, যারা বিদেশির মন জয় করতে চায়। বিদেশির কাছে ধর্না দেয় তাদের ঠিকানা বিদেশেই হবে। দেশের মানুষের কাছে কোনোদিন হবে না।দলের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি প্রায় সম্পন্ন এমন দাবি করে মোহাম্মদ নাসিম কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা সকাল নয়টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে চলে আসবেন আমন্ত্রিত কার্ড নিয়ে। তাই সকাল নয়টায় মধ্যেই আপনারা আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করবেন।অর্ভ্যথনা উপকমিটির এই আহ্বায়ক আরো বলেন, ১৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। অধিকাংশ দেশই আমন্ত্রণে সাড়া দেবে। কারণ এটা হচ্ছে বিজয়ী বাঙালি আওয়ামী লীগের কাউন্সিল। যার নেত্রী প্রতিটি মুহূর্তে বিজয় অর্জন করে যাচ্ছেন। যার জন্য আজকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যারা একদিন পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল, মিথ্যা অজুহাত দিয়েছে। সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আজকে কিভাবে আমরা দারিদ্রকে জয় করেছি- তা জানার জন্য আসছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি সম্মেলনের মধ্যদিয়ে  নতুন বার্তা নেতা-কর্মীদের কাছে যাবে। দেশের জনগণের কাছে যাবে। আগামী নির্বাচনে আমরা বিজয়ী হতে চাই মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে। আমাদের রেকর্ড যে সফলতা আছে তা নিয়ে।গত জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ঐতিহাসিক ভুল ছিল’ এ সংক্রান্ত একটি জাতীয় দৈনিকে লেখার কথা তুলে ধরে এই আওয়ামী লীগ নেতা বলেন, আজকে একটি পত্রিকায় দেখলাম, একজন বলেছে, খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে ঐতিহাসিক ভুল করেছে। কিন্তু তিনি নিশ্চয়ই আর ভুল করবেন না। নির্বাচনের মাঠে আসবেন। নির্বাচনের মাঠে আমাদের সাথে লড়াই হবে।আগামী জাতীয় নির্বাচনের আগে সম্মেলনের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করবো এবং দলকে সেভাবেই সাজাব। শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। যুগ যুগ ধরে তিনিই নেতৃত্বে দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নাসিম।