নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনিশ্চিত না। তবে যারাই এ হামলা করেছে না কেনো এটা অন্যায়।”
বিএনপি তাদের কর্মসূচি সম্পর্কে পুলিশকে আগে থেকে জানায়নি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি পুলিশকে সঠিক তথ্য দেয় না। তাদের রাউজান হয়ে যাওয়ার তথ্য ছিল পুলিশের কাছে। পরে তারা বামুনিয়া হয়ে গেছে। পুলিশের কাছে এ তথ্য ছিল না। তথ্য থাকলে পুলিশ ওখানেই পাহারার ব্যবস্থা করত। ঘটনার পর পুলিশ এসে তাদেরকে ত্রাণ বিতরণে অনুরোধ করেছিল। কিন্তু তারা সেটা করেনি।”
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, “এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।”
হামলার পর রোববার বিকেলে এক টুইটে বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি মহাসচিবের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই।”
এর আগে রোববার সকালে রাঙ্গুনিয়ার কাছে ইশাখালী এলাকায় রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম ও বিএনপি নেতা মেজর জেনারেল অব. রুহুল আমিন ও আমির খসরু মাহমুদসহ ৫ জন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইশাখালী এলাকায় ২০-৩০ জনের একটি সশস্ত্র দল মহাসচিবের গাড়িতে হামলা করে। এতে গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত মির্জা ফখরুল আতংকিত হয়ে স্থানীয় মসজিদে আশ্রয় নেন।
উল্লেখ্য, চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রল বোমায় ৮ জন নিহতের মামলায় হাজিরা দিতে রিজভী রোববার কুমিল্লার আদালতে আসেন।