‘অপহৃত’ চিকিৎসক ইকবাল ৭ মাস পর বাসায় ফিরেছেন

লক্ষ্মীপুর প্রতিনিধি: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে ‘অপহৃত’ চিকিৎসক ইকবাল মাহমুদ সাত মাস পর লক্ষ্মীপুরের বাসায় ফিরেছেন।

বুধবার রাতে লক্ষ্মীপুরের নতুন গোহাটা এলাকা থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চিকিৎসক ইকবালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে ফিরে পেয়ে আনন্দিত পরিবার।

এর আগে গত বছরের ১৪ অক্টোবর ভোররাতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে চিকিৎসক ইকবাল মাহমুদকে অপহরণ করা হয় বলে পরিবার দাবি করে।

এ ঘটনায় ১৫ অক্টোবর রাতে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম।

ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি স্বাস্থ্য বিভাগের মহাখালীতে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল কোচ বাসে করে ঢাকায় যান ইকবাল। তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে সেখানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়।

ইকবাল মাহমুদ ২৮তম বিসিএস পাস করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কাজ শুরু করেন। সেখান থেকে তিনি কুমিল্লা মেডিকেল কলেজে বদলি হন। গত বছরের ১০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবেদনবিদ্যায় (অ্যানেসথেশিয়া) দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকায় আসেন। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক।