‘ধর্ষিতাদের ছবি প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলে ধর্ষণের শিকার দুই ভিকটিমের ছবি যারা ফেসুবকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তাদের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেনে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান আব্দুল বাতেন।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবি প্রধান।

এদিকে, ধর্ষক সাফাত আহমেদের মোবাইল স্ক্যান করে বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন গোয়েন্দারা।

একজন গোয়েন্দা কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই তরুণীকে মাঝখানে পার্টিশন দেয়া দুই রুমে ধর্ষণ করা হয়েছিল। পার্টিশনের মাঝখানে দাঁড়িয়ে সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন নিজের স্মার্টফোন দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে বলে স্বীকার করেছে। পরে ভিডিও ক্লিপটি সে শেয়ারইটের মাধ্যমে সাফাতকে দেয়। সাফাত গ্রেফতার হওয়ার আগে ভিডিও ক্লিপটি তার ফোন থেকে মুছে দিয়েছিল। গোয়েন্দারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাফাতের মোবাইল ফোন থেকে ভিডিও ক্লিপটি উদ্ধার করেছেন।