রংপুর প্রতিনিধি:
রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৮টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, নাশকতাসহ বিভিন্ন মামলা থাকার অভিযোগে মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
শনিবার কিছু আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাকি আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওই পুলিশ সুপার।