‘৫৭ ধারা নিয়ে যে অসঙ্গতি,সবই দূর হবে’

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুক হক বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে।

এ আইনে বর্তমান ৫৭ ধারা নিয়ে যে অসঙ্গতি, যে অভিযোগ আছে তা সবই দূর হবে। এ আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিচারকদের জন্য গাড়ির চাবি হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনী সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিচার বিভাগের সুযোগ সুবিধা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে সরকার।