হোমনায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রতিনিধি
হোমনায় কেক কেটে, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় ছাত্রলীগ নেতা-কর্মীরা উপজেলা সদরে একটি র‌্যালি বের কারে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. রফিকুল  ইসলামের নেতৃত্বে র‌্যালিটি হোমনা ডিগ্রি কলেজ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি জ¦ালিয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতা-কর্মীরা। শেষে মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো.ফয়সাল সরকার, ফোরকানুল ইসলাম পলাশ ও মো. জাহাঙ্গীর আলম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।