হোমনা প্রতিনিধি:
কুমিল্লা জেরার হোমনা উপজেলার কারারকান্দি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে গতকাল বুধবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত তিন টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল ওই এলাকার অদূরে খোলা জমিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশের এস আই হাফিজুর রহমান, এসআই ওয়াহেদ মুরাদ ও এএসআই তাপস চন্দ্র দাসের নেতৃত্বে দুটি দল ঘটনাস্থলে ব্লক রেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলর বাগমারা গ্রামের আ. করিমের ছেলে মো. নবী (২৮) একই গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে মো. রবু (২৮) এবং ইটাভরা গ্রামের মৃত চান বাদশার ছেলে সাদ্দাম (৩০)। এ সময় তাদের নিকট থেকে একটি রাম দা’ একটি ছোরা ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। এদের মধ্যে আগে নবীর বিরুদ্ধে একটি, রবুর বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা এবং সাদ্দামের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল হক জানান, গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে ব্লক রেড দিয়ে তিন জনকে আটক করতে সক্ষম হই। এদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাদের কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এদের কেউ জেল থেকে আবার কেউ বিদেশ থেকে ফিরে এসে পুনরায় ডাকাতিতে সক্রিয় হয়ে উঠে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি মামলা হয়েছে।