নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সে ফলাফল মেনে নিয়ে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের বাসায় মিষ্টি খেতে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নায়ারণগঞ্জ ক্লাবে বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে দাবি করে আইভী বলেন, আমি আমার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছি। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সঙ্গে নিজ থেকে গিয়ে কুশল বিনিয়ম করেছি। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপির কোনো নেতাকর্মী হুমকি দিয়েছে এমন কোনো অভিযোগও করতে পারবেন না। আমি যদি নির্বাচনে পরাজিত হই, পরের দিন সকালে সাখাওয়াত ভাইয়ের বাসায় নাস্তা আর মিষ্টি খেতে যাবো। আর নায়ারণগঞ্জের মানুষ যদি আবারো আমাকে জয়যুক্ত করেন তবে আপনি নিশ্চয়ই আমার বাসায় আসবেন।
নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে দাবি করেন আইভী। তিনি বলেন, আমার কোনো ক্যাডার বাহিনী নেই। দলের কোনো নেতাকর্মী নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। ফলে সেনাবাহিনী নামানোর মতো কোনো অবস্থা তৈরি হয়নি।