হাসিনাকে মোদির চিঠি, মহামারি কাটিয়ে ওঠার আশাবাদ

অনলাইন ডেস্ক : মহামারি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে লেখা ওই চিঠিতে মোদি বলেন, আমি এখনো আশাবাদী যে মানবতায় সাহায্যে এই মহামারি শিগশিরই কাটিয়ে উঠা যাবে।

এ বছর আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রতিপাদ্য হলো- সুস্থতার জন্য ইয়োগা।

চিঠিতে মোদি দিবসটি সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় সামনের বছরগুলোতেও হাসিনা সরকার আন্তর্জাতিক ইয়োগা দিবস উৎসাহের সাথে উৎযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোদি।

চিঠিতে মোদি লিখেছেন, গত বছরের মতো এবারও করোনা মহামারির মধ্যে দিসবটি পালন হচ্ছে। মহামারির বিরুদ্ধে করোনা যোদ্ধারা অসাধারণ লড়াই করেছে বলে জানিয়েছেন মোদি।

ভারতের জনগণকে মহামারি থেকে রক্ষা করতে টিকা দেয়া হচ্ছে বলেও লিখেছেন মোদি। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। (ফাইল ছবি)