হাসপাতালের ড্রেন থেকে নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই নবজাতককে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে শিশুটির যাবতীয় দেখাশোনা করছে সমাজ সেবা অধিদপ্তর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, শনিবার সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির ওজন এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হয়। তবে আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী এখন এই শিশুটির দায়-দায়িত্ব সমাজ সেবা অধিদপ্তর নিয়েছে বলে তিনি জানান।

টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, আমরা এই শিশুটির যাবতীয় দেখাশোনা করছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে আদালতের মাধ্যমে আমরা তাকে ঢাকায় ছোটমনি নিবাসে পাঠিয়ে দেব। আজকে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছেও বলে তিনি জানান।