হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশ্তী (রঃ)”র পবিত্র বার্ষিক ওরশ মোবারক

শাহ আলম শফি
গত ১৭ ও ১৮ এপ্রিল, ২০১৭ রোজ সোমবার ও মঙ্গলবার দরবারে হযরত শাহ্ খাজা শরফুদ্দীন চিশতী (রহ:)
এর দুই দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরশ মোবারক গভীর উৎসাহ উদ্দীপনার সাথে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দেবীদ্বারের তুমুল জনপ্রিয় ব্যাক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক ১৬ নং মহন পুর ইউনিয়নের ভৈষের কোট (বিশ^ কোট) মানব কল্যান দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও বিশ^পাগল মেলার প্রতিষ্ঠাতা দয়াল নূরুল ইসলাম সুজন আস্তানা করে দুই রাত ব্যাপী অনুষ্ঠানে প্রতি বছরের মতো এ
বছরও তার অসংখ্য ভক্ত-আশেকানদের নিয়ে বিপুল আয়োজনে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য্যে সুপ্রীম কোর্ট প্রধান ফটকের সামনে মাজার
শরীফ সম্মক্ষে হযরত শাহ্ খাজা শরফুদ্দীন চিশতী (রহ:) এর মহান ওরশে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন। এই
মহাপবিত্র ওরশে সারা দেশ ও দেশের বাইরে থেকে আসা অসংখ্য ভক্তবন্দু অংশ নেন। তরিকতের বিশেষ মিলাদ ও
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বুধবার বাদ ফজর উক্ত পবিত্র ওরশ মাহফিলের সফল সমাপ্তি ঘোষনা করেন ‘বিশ্ব
পাগল মেলা’র প্রতিষ্ঠাতা দয়াল নুরুল ইসলাম সুজন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামায়ে
কেরাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গ। দয়াল নুরুল ইসলাম সুজন সংক্ষিপ্ত
বক্তব্যে বলেন, ‘হযরত শাহ্ খাজা শরফুদ্দীন চিশতী (রহ:) নি:সন্দেহে বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ অলী।
বাংলাদেশে ইসলাম প্রচারে পীর আউলিয়াদের অবদান অনস্বীকার্য’। হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতী (রঃ)-
পবিত্র দরবারে ১৯ ও ২০ রজব ওরশ মোবারক উপলক্ষে দয়াল নুরুল ইসলাম সুজনের আস্তানায় ব্যাপক কর্মসূচি
গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাদ এশা ও বাদ ফজর দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, ধর্মীয়
আলোচনা, ওয়াজ মাহফিল, তরিকতের মিলাদ, জিকির ও ছামা-কাওয়ালী গান ও মোনাজাত পর্ব। এসময় আমন্তিত অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলার ১৬ নং মহন পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দয়াল নুরুল ইসলাম সুজন এর ¯েœহধন্য ছোট ভাই তাজুল ইসলাম এছাড়াও আরো উপস্হিত ছিলেন একই উপজেলার এলাহাবাদ ইউনিয়নের আল আমীন বারীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিম ও খানার প্রতিষ্ঠা আলহাজ¦ গোলাম মোস্তফা।, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ আলম শফি সকল
আনুষ্ঠানিকতা সফল ভাবে সম্পন হওয়াতে দয়াল নুরুল ইসলাম সুজন সর্বস্তরের মানুষের কাছে বিনীতভাবে
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।