বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ‘ঝালাক দিখলা যা’ রিয়েলিটি শোয়ের শুটিং করতে পারেন নি বলিউড অভিনেত্রীজ্যাকুলিন ফার্নান্দেজ। প্রচন্ড জ্বর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ‘ঝালাক দিখলা যা’ রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে দ্বায়িত্বে আছেন জ্যাকুলিন। সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জ্যাকুলিন ‘ঝালাক দিখলা যা’ টিমকে জানান, প্রচন্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি শুটিং সেটে উপস্থিত হতে পারবেন না। পরবর্তীতে করণ জোহর এবং ফারাহ খানকে নিয়ে একটি অংশের শুটিং সম্পন্ন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুটিং করার কথা ছিল হৃতিক রোশানের। কিন্তু জ্যাকুলিন অসুস্থ হয়ে পড়ায় তার শিডিউলও পরিবর্তন করা হয় বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রোডাকশন টিম। খুব শিগগিরই জ্যাকুলিন সুস্থ হবেন বলে আশা ব্যক্ত করেছেন তারা।
হঠাৎ হাসপাতালে জ্যাকুলিন
October 19, 2016