স্থানীয় সরকার উদ্ভাবনী পুরস্কার পেলেন বেলকুচি উপজেলা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
স্থানীয় সরকার উদ্ভাবন ও উত্তম চর্চা উৎসাহিতকরণ বিষয়ক রাজশাহী বিভাগীয় কর্মশালা ও “উদ্ভাবনী পুরস্কার-২০১৬” বিরতণ অনুষ্ঠানে দু’টি বিষয়ে দু’টি পুরুস্কার পেলেন সিরাজগঞ্জের বেলকুটি উপজেলা পরিষদ।
শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমীতে উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক শ্যাম কিশোর রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং রাজস্ব, রাজশাহী বিভাগের সকল উপ-পরিচালক, স্থানীয় সরকার, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলা পরিষদ ছাড়াও পাবনার ভাঙ্গুড়া, বগুরার শাহজাহানপুর, মহাদেবপুর, নাটোর সদর, গোদাগাড়ী, আত্রাই এবং দুপচাঁচিয়াকেও পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য যে, নভেম্বর ২০১৬ মাসে রাজশাহী বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসারকে তাদের উদ্ভাবন (ইনোভেশন) নির্ধারিত ফরমেটে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। প্রাপ্ত উদ্ভাবনী চর্চার প্রকল্প সমূহ যাচাই বাছাই করে ৯টি কে চূড়ান্ত তালিকায় রাখা হয় যার ২টি প্রকল্পই বেলকুচি উপজেলার। বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান উক্ত প্রকল্প দুটির উদ্ভাবক।
প্রকল্পগুলো হলোঃ
১। বাল্য বিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধী নির্মূলে বেলকুচি মডেলঃ ১৫ মিনিটের ম্যাজিক এবং
২। ঊহংঁৎরহম ঈরঃরুবহ ঋৎরবহফষু ড়িৎশ ংঃধঃরড়হ ংুংঃবস ভড়ৎ বহংঁৎরহম ঢ়ঁনষরপ ংবৎারপব ফবষরাবৎু.
উল্লেখ্য যে, গত ০২ জুন ২০১৬ খ্রিঃ তারিখে বেলকুচি উপজেলা পরিষদের অর্থায়নে বেলকুচি উপজেলার ০৫ শতাধিক প্রতিষ্ঠানের ০২ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাল্য বিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নিরোধে মানববন্ধন, শপথ গ্রহণ ও লিফলেট বিতরণ করার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হয়। ফলে বেলকুচি উপজেলায় বাল্য বিবাহের হার কমে যাওয়ায় বেলকুচিকে পুরষ্কৃত করা হয়। তাছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনবান্ধব ড়িৎশ ংঃধঃরড়হ ঝুংঃবস চালু করে জনগণের কাঙ্খিত সেবা সহজিকরণ করায় বেলকুচিকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার ও সনদপত্র গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান।