সোহেল হাজারীর এমপি পদ বাতিল চেয়ে রিট

অনলাইন ডেস্ক      ; টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদ বাতিল চেয়ে রিট আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য রয়েছে।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

 

তিনি বলেন, সোহেল হাজারী ওই আসনের উপনির্বাচনে (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

 

সোহেল পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী ইমরুল কায়েস (আম প্রতীক) পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট।

 

এ নির্বাচনের হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য দেননি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে কোনো প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই আসনের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান। সেই রিটের শুনানি হবে এনেক্স ১৯ নম্বর আদালতে। ২৬ নম্বর আইটেমে রাখা আছে মামলাটি।