নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি স্পিনিং মিলের এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর এক সহকর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টায় উপজেলার মহাজনপুর এলাকার বিআর স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইয়ামিন (১৪)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বগাদি এলাকার শাজাহান মিয়ার ছেলে। আটককৃতের নাম রায়হান ওরফে হৃদয় (১৮)। সে সোনারগাঁয়ের নুরুল হকের ছেলে।
সোনারগাঁও থানার ডিউটি অফিসার এস আই আবদুল আলীম জানান, বিআর স্পিনিং মিলে দুপুর ২টা হতে ডিউটি ছিল ইয়ামিনের। রাত পৌনে ১০টার দিকে কাজ শেষে বাতাসের মেশিনের সামনে শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে রায়হান ওরফে হৃদয় নামের একজন ইয়ামিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় জানতে পেরেছি।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু ঘটে। পুলিশ রায়হান ওরফে হৃদয়কে আটক করেছে।
উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছিল।