বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস এর ছোট ভাই করিম বিশ্বাস (৬০) সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………….রাজেউন)।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৮ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ আছর তার জন্ম স্থান উপজেলার মেঘুল্লা গ্রামে মেঘুল্লা ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি আলহাজ গাজী লুৎফর রহমান মাখন, দপ্তর সম্পাদক আলহাজ গাজী আব্দুল মালেক তালুকদার, বেলকুচি পৌর সভার প্যানেল মেয়র ইকবাল রানা, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ প্রমুখ।
এ সময় পৌর সভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রকিনিধি সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লীরা জানাযা নামাজে অংশ গ্রহণ করেন। শোকার্ত পরিবারের প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান গভির শোক প্রকাশ করেছে।