সিরাজগঞ্জে পৃথক সড়ক দূঘটনায় নিহত ২

আরিফুল গণি লিমন,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে পৃথক সড়ক দূঘটনায় পিকআপ ও ট্যাঙ্কলরীর ২চালক নিহত হয়েছে এবং হেলপারসহ আহত হয়েছে ২জন।রোববার সকালে সংলঙ্গার পাচলিয়ায় এবং দুপুরে তাড়াশের মান্নাননগড়ে এদুটি দূঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সংলঙ্গার থানার পাচলিয়া বাজার এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিকে আসা একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দূমরে মুচরে যায়। বাসটি দ্রুত পালিয়ে যায়। দূর্ঘটনায় ওই পিকআপের চালকসহ তিনজন গুরতর আহত হন। এসময় মহাসড়কে টহলরত ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে পিকআপ ভ্যানের অজ্ঞাতনামা চালকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতরা হলেন মধ্যে ঢাকা দক্ষিণ সিটির আগ্রাবাদ থানার আব্দুল জব্বার খান রোডের ইসহাক খানের ছেলে ইদ্রিস (২৫) ও মুন্সীগঞ্জ জেলার টুংগীবাড়ী থানার রনধুনীবাড়ী এলাকার আব্দুল হাকিমের ছেলে মোক্তার হোসেন।

অপরদিকে রোববার দুপুরে ঢাকা-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগড়ে নাটোগামী একটি ট্যাঙ্কলরীর সাথে ঢাকাগামী একটি কাভাড ভ্যানের মুখোমুখী সংঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্যাঙ্কলরীর চালক (অঞ্জাত) মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সাভিসের কমীরা ঘটনাস্থলে পৌছে দূঘটনাকবলিত যাবাহনগুলো উদ্ধার কাজ শুরু করে এবং নিহততের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শযা বিশিষ্ট হাসপাতাল মগে পাঠায়।