সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে আলু বোঝাই ট্রাক উল্টে দু’ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন, রহিদুল ইসলাম (৫৫) ও শরিফুল ইসলাম (৩০)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি দাউদ আহম্মেদ জানান, নীলফামারী থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক আরোহী দুই আলু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।