সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবা, এক বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রির মোটা অংকের টাকাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শনিবার দুপুরে শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের পেছনের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজার জেলার টেকনাফ থানার নিলাবাজার এলাকার মৃত ওসমান গনির ছেলে মোঃ ইসমাইল (৩২) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বাহীরচর গ্রামের মৃত এনায়েত উল্লাহর ছেলে মোঃ জোনায়েদ বাগদাদী (১৯)।
র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পোগন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই ২ জনকে ১৪ হাজার ৫৫০ পিস ইয়াবা, এক বোতল বিদেশী মদ, মাদক বিক্রির নগদ ১ লাখ ৪০ হাজার ৭৩২ টাকা এবং মাদক ব্যবসা ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইসমাইল জানিয়েছে, সে নিয়মিত ভাবে কক্সবাজার থেকে ইয়াবা এনে এই এলাকায় সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে র‌্যাব-১১ এর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারীতে রাখে এবং ক্রেতা সেজে কৌশলে তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের চেষ্টা চালায়। অবশেষে উক্ত স্থানে ইয়াবাসহ তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হলে র‌্যাব-১১ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে সফল হয়। আসামী মোঃ ইসমাইল নিয়মিত এই এলাকায় ইয়াবার খুচরা ও পাইকারী ব্যবসা করে আসছিল এবং মাসে সে প্রায়ই এরকম ৪/৫ বার বড় ধরনের ইয়াবার চালান নিয়ে এসে তার মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।