অনলাইন ডেস্ক : রাজধানীর সায়দাবাদ এলাকার জনপথ মোরে একটি মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজন মারা গেছেন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শফিক (৫০) নামের ওই ব্যক্তি মারা যান।
এর আগে ওই ঘটনায় দগ্ধ বিশ্বনাথ দত্ত, মো. রিপন ও আবুল কালাম নামে আরো তিন জনের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শফিক মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
আইউব হোসেন জানান, শনিবার (১৩ নভেম্বর) সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় শফিক মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার রোগীর মৃত্যু হলো।