বিনোদন ডেস্ক : সদ্য প্রকাশিত হলসালমানের ‘টিউবলাইট’ ছবির দ্বিতীয় গান ‘নাচ মেরি জান’। যেখানে সালমান খান এবং সোহেল খান কে একেবারে ফূর্তি তে দেখা যাছে। অফ স্ক্রিনএ তারা যতটা ক্লোজ তাতোটাই ফুটে উঠেছে এই গানে। একেবারে ভাই ভাই এ লাগছে দুজনকে। দুজনকে একি রকম লুকে একি রকম প্রপস ব্যাবহার করতে দেখা যাছে। গানটি মুক্তির সাথে সাথেই ভিউয়ারসের সংখ্যা ১২৬,৮৯১ হয়ে দাঁড়িয়েছে। আর লাইকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১৩৩৭৮।
টিউবলাইট ছবিটির মূল গল্প ইন্দোচীনের যুদ্ধ কে কেন্দ্র করে। সীমান্ত ঘিরে ১৯৬২ ইন্দোচীন যুদ্ধের কথা সবার জানা। হিমালয় এলাকায় সীমান্তই ছিল এই যুদ্ধের মূল কারণ। এছাড়া দালাইলামাকে দেশে আশ্রয় দেয়ার জন্যও তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে অসন্তোষ। ‘টিউবলাইট’ ছবিতেও উঠে আসবে এই বিষয়গুলি।
কবির খান পরিচালিত এই ছবির টিজারেও ভারত ও চীনের মধ্যের রোমহর্ষক যুদ্ধের ঝলক দেখা যায়। কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতেও সালমান খান ও ছোট্ট মুন্নি তথা হরশালি মালহোত্রাকে দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। ৎ
এই ছবিতেও চীনের এক শিশু অভিনেতার সঙ্গে দেখা যাবে সালমান খানকে। এছাড়াও সালমানের বিপরীতে চীনেরই এক অভিনেত্রীকে দেখা যাবে।
ছবির প্রচারের জন্য সালমান খান চীন সফরেও যাবেন বলে জানিয়েছেন। ইদানিং কালের মধ্যে টিউবলাইটই প্রথম বলিউড ছবি যেটি চীনে এত বড় করে মুক্তি পাবে।