সাভারে চার মরদেহ উদ্ধার

একাত্তরলাইভডেস্ক: সাভারে বিভিন্ন স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।  ভোরে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই গ্যারেজ থেকে একটি ইজিবাইক লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ইজিবাইক লুট করার সময় ওই নিরাপত্তাকর্মীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।এদিকে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকা থেকে এক যুবকের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রাম থেকে শিরিনা (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে ক্ষতবিক্ষত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে এক ব্যক্তি।সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন,  মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।