সাতক্ষীরায় ট্রাক উল্টে পুকুরে, নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় জেঠুয়ায় কপোতাক্ষ নদী কাটা মেশিনবহনকারী একটি ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
আজ বুধবার ভোর চারটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা  হলেন ট্রাক চালক রওশন আলি (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী খনন মেশিন) মেশিন নিয়ে তালা থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। এসময় ট্রাকটি (ঝালকাঠি স ১১-০০৪৩) উল্টে  পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও  সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের  লোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে।
ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম এ সময় আহত হয়েছে। নিহত রওশন ও আজিজের লাশ তালা থানায় নেয়া হয়েছে।