সরকারি সম্পত্তি দখল করে দেয়াল নির্মাণ করায় সুইজ হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়– মিছিল

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী পৌরসভার সীমান্তবর্তী বেজগাতি খাল দখল করে দেয়াল (প্রচীর) নির্মাণ করছে বে-সরকারি সুইজ হাসপাতালের চেয়ারম্যান। এর প্রতিবাদে রবিবার দুপুরে এলাকাবসি হাসপাতালের চেয়ারম্যান ও সুইজারল্যান্ড প্রবাসী আকন আজাদের বিরুদ্ধে বিক্ষোভ ঝাড়– মিছিল বের করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। বিক্ষুব্দ খোকন সরদার, মিজু মৃধা, মোঃ নুরু সরদার, শিরিয়া বেগম অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ও সুইজারল্যান্ড প্রবাসী আকন আজাদ ওরফে কালাম সম্প্রতি বাংলাদেশে আসেন।

গত বৃহস্পতিবার থেকে তার প্রতিষ্ঠিত সুইজ হাসপাতালের পাশে বেজগাতি খালের প্রায় ৩০ লক্ষ টাকা জমি দখল করে শ্রমিক দিয়ে কলম করে বাউন্ডারি ওয়াল দিতে থাকে। তারাসহ এলাকাবাসি নির্মাণ কাজে বাঁধা দিলে তাদের নানা ধরনের ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি দেয়। বাউন্ডারি ওয়াল নির্মাণ ও এলাকাবাসিদের জীবন নাশের হুমকির প্রতিবাদে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক গ্রামবাসি ঝাড়–সহ বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিন করে। মহাসড়ক অবরোধ করে টরকী বাসষ্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের বার্থী ইউনিয়নের সাধারন সম্পাদক আল মাদানী সিকদার, মোঃ নুরু সরদার, খোকন সরদার প্রমুখ।