রূপগঞ্জ প্রতিবেদক
রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে হামলায় রাজু আহাম্মেদ নামে এক সাংবাদিকসহ তার সহযোগীকে লাঠিপেটা করে আহত ও মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ( ০৯ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার পুর্বগ্রামসহ আশ-পাশের এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। হুমকির শিকার আহত সাংবাদিক রাজু আহাম্মেদ প্রথম ভোর পত্রিকায় রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর সহযোগী হিসেবে ছিলেন, কাজল চন্দ্র দাস। এর আগে,সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রাম এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়ে তারা হামলা ও হুমকির শিকার হন। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাঝিনা এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে আবু তাহের (৩৫) ও পাড়াগাঁও এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম শেখ (৩৪)। মামলা ও আহতদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলীর বিরুদ্ধে প্রথম ভোর পত্রিকায় ”ডেমড়া জিসি চনপাড়া-কামশাইর সড়ক নিয়ে সীমানহীন দুর্নিতী ও ল্টুপাটের” অভিযোগের ভিত্তিত্বে পর পর কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়। সোমবার বিকেলে সংবাদ সংগ্রহের কাজে পুর্বগ্রাম এলাকায় যান প্রথম ভোর পত্রিকার সাংবাদিক রাজু আহাম্মেদ ও সহযোগী কাজল চন্দ্র দাস। এসময় জাহেদ আলীর নির্দেশক্রমে তার পালিত সন্ত্রাসী মুন্না, আওলাদ, নজরুল, আলমগীরসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই সাংবাদিকের মটরসাইকেল গতিরোধ করে। এক পর্যায়ে মটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে তাদের অবরোদ্ধ করে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ব্যপক লাঠিপেটা ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা রাজু আহাম্মেদ ও সহযোগী কাজল চন্দ্র দাসকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয়। খবর পেয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অবরোদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে । পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাহেদ আলীকে প্রধান আসামী করে আহত সাংবাদিক রাজু আহাম্মেদ বাদী হয়ে একটি ও প্রথম ভোর পত্রিকার প্রকাশক সম্পাদক মাসুদ রানা বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় মধ্যে রাতে র্যাব ১১ ও থানা পুলিশের যৌথ উদ্যেগে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য পুর্বগ্রামসহ আশ-পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় হুমকিদাতা ও হামলাকারীদের মধ্যে জাহেদ আলীর পালিত সন্ত্রাসী আবু তাহের ও আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। স্থানীয় সুত্রে জানা গেছে, জাহেদ আলীর বিরুদ্ধে রাস্তাঘাট থেকে শুরু করে ইউনিয়ন ভবন নির্মানেও ব্যপক অনিয়ম ও লুটপাটের অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া নিরীহ মানুষের জমি-জমা জোরপুর্বক দখলে নিয়েছেন তিনি। বিদেশ পাঠানোর নামে জাহেদ আলী নিরীহ মানুষের লাখ লাখ টাকা আতœস্বাত করেছে। জাহেদ আলীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে গ্রেফতারকৃত সন্ত্রাসী আবু তাহের ও আব্দুল করিম। এদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, ভুমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধীক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া জাহেদ আলীর নির্দেশক্রমে আশিয়ান শীতলছায়ার ভাড়াটে সন্ত্রাসীরা সাংবাদিক থেকে শুরু করে এলাকার নিরীহ কৃষক, জমির মালিক ও প্রতিবাদীদের হুমকি-ধামকি ও হামলার ঘটনা ঘটিয়ে আসছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অসংখ্য অভিযোগও রয়েছে।