শ্যামল কান্তিকে গ্রেফতারের নিন্দা সিপিবি-বাসদের

পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর নারায়ণগঞ্জ জেলা শাখা। এক প্রেসবিজ্ঞপ্তিতে তারা বলে, ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তিকে গ্রেফতার করা হলে, ঘুষ দাতাকে গ্রেফতার না করায় এই নাটকের পেছনে নাটের গুরুরা আবারো চিহ্নিত হয়েছে বলে আমরা মনে করি।
সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী এবং -বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস এই যুক্ত বিবৃতিতে শিক্ষক শ্যামল কান্তিকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা ও তাঁর মুক্তি দাবী করেন। নেতৃবৃন্দ বলেন, এর আগে একজন সাংসদ দ্বারা তিনি লাঞ্ছিত হয়েছেন। ঘটনার পর থেকেই তিনি এমন পরিস্থিতির আশংকার কথা বিভিন্ন সময় বলেছিলেন। আদালত প্রাঙ্গন থেকে তাকে বের হতে না দিয়ে, শত শত পুলিশের বেস্টনি দিয়ে, একজন অসুস্থ্য সম্মানিত শিক্ষককে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতারী পরোয়ানা প্রসেস করে গ্রেফতার করা হল তা একটি ন্যাক্কারজনক ঘটনা।
প্রধান বিচারপতির সেই বক্তব্য “নি¤œ আদালতকে সরকার কব্জায় নিয়েছে” সত্য প্রমানিত হল। এছাড়া একজন সম্মানিত শিক্ষককে পুলিশ যেভাবে হাতকড়া পরালো, ঘুষ নেয়ার অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা হল অথচ ঘুষ দাতা অপরাধী হলেও গ্রেফতার হলো না- এতে এর পেছনে নাটের গুরু কারা জনগনের বুঝতে কোন অসুবিধা হচ্ছে না।