ফকির মোঃ মনিরুজ্জামান মনির:
উৎসব মুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে । নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হয় নতুন বই । নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ভেসে উঠে আনন্দের ঝিলিক ।
জানা যায় , বই উৎসব উপলক্ষে আজ রবিবার সকালে পৌর এলাকার শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসবের উদ্ভোধন করেন । এর পরে নন্দ কুমার ইনস্টিটিউশন , মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় , খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দেওয়া হয় । এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন খান , উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান মিঞা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ জলিল মিয়া , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রবিউল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন । এ বছর উপজেলায় প্রাথমিকে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৩০ হাজার , মাধ্যমিক পর্যায়ে ৩০ সহস্রধিক শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৬২ হাজার ও মাদ্রাসায় ৩ সহস্রধিক শিক্ষার্থীর মাঝে ৬২ হাজার বই বিতরন করা হয় । বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস করেন । তাদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক ।