ফকির মোঃ মনিরুজ্জামান মনির, শিবচর :
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংক এর ৪৪৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে । স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী শাখাটি শূভ উদ্বোধন করেন ।
জানা যায় , শনিবার দুপুরে শিবচর ৭১ চত্ত্বর সংলগ্ন আঃ জলিল খান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পূবালী ব্যাংক এর ৪৪৯ তম শাখার শূভ উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন । পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ , ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন , ব্যাবস্থাপনা পরিচালক ও সি ই ও আব্দুল হালিম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন ।